ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়ন কুমার নদীর তীরে অবস্থিত।
আয়তন – ৩৩.৬৯ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা –২৬২৮৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৪ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৮টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৭০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,
মাদ্রাসা- ১০টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃসাব্দার হোসেন মোল্লা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০১৩ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৯/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
আড়ুয়াকান্দী গোহাইলবাড়ি উমেদপুর
তামিনগরর বাহির-রয়েড়া ক্ষুদ্র-রয়েড়া
খড়িবাড়িয়া লক্ষীপুর কৃষ্ণপুর
বিষ্ণপুর লক্ষনদিয়া কদমতলা
কাশীমপুর ব্রাহিমপুর গাড়াগঞ্জ,
গাড়াখোলা মধুপুর মহেশপুর
বারইপাড়া গোবিন্দপুর ষষ্টিবর
পার্বতীপুর রয়েড়া বাহাদুরপুর।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।